About Graphic Design – গ্রাফিক ডিজাইন শিখার আগে এই বিষয় গুলো জেনে রাখা ভালো

0
1415

গ্রাফিক ডিজাইন অনেক বড় একটি মার্কেট !! যেখানে কাজ করে আপনে অনেক টাকা ইনকাম করতে পারবেন এক কথায় বেলতে গেলে গ্রাফিক ডিজাইন কে আপনার পেশা হিসাবে নিতে পারবেন । এবার কাজের বিষয় আসা যাক..

যারা গ্রাফিক ডিজাইন পেশায় যেতে চান তাদের প্রথম প্রশ্ন, কিভাবে শিখব..? আমি বলবো কাজ শিখার ইচ্ছা থাকলে শিখা যায় শুদু একটু কষ্ট করতে হবে ।
আমাদের দেশে গ্রাফিক ডিজাইন শেখার জন্য প্রচলিত শিক্ষা প্রতিস্ঠানে যেমন ব্যবস্থা নেই তেমনি দীর্ঘ মেয়াদী ট্রেনিং নেয়ার ব্যবস্থাও নেই। ট্রেনিং সেন্টার নামে যে ব্যবস্থা আছে সেখানে যারা শেখান তাদের অনেকেই ডিজাইনের মুল নিয়ম জানা প্রয়োজন বোধ করেন না। ট্রেনিং সেন্টারে কাজ শিখেই সরাসরি কাজ করার আশা করতে পারেন না।
আপনাকে জানতে হবে গ্রাফিক ডিজাইন শেখার জন্য কি কি শেখা প্রয়োজন ।
একজন শিল্পীকে কয়েক বছর পড়াশোনা করে ছবি আকা শিখতে হয়। এই দীর্ঘ সময়ে তাকে শেখানো হয় রং কি, রেখা কি। কিভাবে একাধিক রঙের মিশ্রনে বিশেষ রং পাওয়া যায়। এই বিষয়গুলি বিজ্ঞান। ডিজিটাল ডিজাইনের ক্ষেত্রে কারিগরী বিষয় আরো বেশি গুরুত্বপুর্ন। ডিসপ্লেতে রং কিভাবে কাজ করে, কাগজে প্রিন্ট করার সময় কিভাবে কাজ করে, ইন্টারনেটে কিভাবে কাজ করে এবিষয়ে ভাল জ্ঞান না থাকলে আপনি ভাল ডিজাইনার হতে পারেন না।


ভালো গ্রাফিক ডিজাইনার হতে হলে যা যা প্রয়োজন !!

১. বিভিন্ন সফটওয়্যার এবং ডিভাইস সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।

২. ইন্টারনেটে খোজ করলে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য পড়তে হবে।

৩. বই ডাউনলোড করে ও পড়তে পারেন।

৪. সেইসাথে বড় ভাই কারো সহযোগিতা নিতে পারেন ।

৫. সব থেকে ভালো হয় youtube ভিডিও দেখে শিখলে।

৬. ভালো মানের একটি কম্পিউটার এর প্রয়োজন ।

** কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবেন সেই বিষয় নিয়ে ভিডিও এবং পোষ্ট পাবেন **

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here